বেহুদা কথাবার্তা
- মো জাহিদুল ইসলাম ০৯-০৫-২০২৪

আকাশের দূরত্ব কতো বলতে পারো?
অথবা চন্দ্র-সূর্যের?
রাতের আকাশে যেসব নক্ষত্র দেখতে পাও;
ওইগুলাই-বা কতো দূরের?

একটা মানুষের দৃষ্টিসীমা
কতো হতে পারে শুভ্রা?

এতো দূরের তারা দেখি
তোমাকে কেন দেখতে পাই না —
বলো তো?

তুমি কি অদৃশ্য জগতের কেউ —
দৃষ্টিসীমার বাইরে থাকো?
নাকি আমি মানুষ নই?


২১ মার্চ, ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।